ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে ৪র্থ ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ব‌রিশালে ৪র্থ ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু

বরিশাল: করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের সাথে একযোগে ব‌রিশা‌লে ৪র্থ ডোজ ভ্যাক‌সিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে সকলকে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। বরিশালে প্রায় দেড় লাখ তৃতীয় ডোজ টিকা গ্রহণ করা ব্যক্তিই পাবে ৪র্থ ডোজের টিকা।

সকাল থেকে একযোগে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, কাশিপুরের কলাডেমা মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ হাসপাতাল ও বঙ্গবন্ধু অডিটরিয়ামে চলছে ৪র্থ ডোজের টিকা প্রদান কার্যক্রম।

টিকা প্রদান কার্যক্রমে সি‌টি করপোরেশনের কর্মীরা সহযো‌গিতা করছে বলে জা‌নিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইমাম শুভ্র।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডি‌সেম্বর ২০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।