ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কোটি টাকার হেরোইনসহ নাটোরে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
কোটি টাকার হেরোইনসহ নাটোরে আটক ২

সিরাজগঞ্জ: নাটোর পৌর শহর থেকে কোটি টাকা মূল্যের ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ দু’জন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প এ তথ্য জানায়।

আটকরা হলেন- নাটোর জেলা সদরের উত্তর বড়গাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন মুন্না (৩২) ও পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মো. শাহাদাৎ আলী (৩০)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নাটোর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মুন্না ও আলীকে আটক করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।