ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
রামগতিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে হালিমা আক্তার নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়ির সামনের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

 

মৃত হালিমা আক্তার উপজেলার চর হাসান-হোসেন গ্রামের হাফেজ মাছুম বিল্লার মেয়ে। সে স্থানীয় একটি নূরানি মাদরাসার ছাত্রী ছিলো।

পরিবারের লোকজন জানায়, শিশু হালিমা ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের দিকে যায়। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন পুকুরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে। তাদের ধারণা, পুকুরে পা ধুতে গিয়ে পিছলে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।