ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
নলছিটিতে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল সহায়তা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল সহায়তা দিয়েছে সিটিজেন ফাউন্ডেশন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সহায়তার এ কম্বল বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু।  

বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান, সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনার গোলাম মাওলা শান্ত ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা।  

এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য আরিফুর রহমান পৌর কমিটির প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান, কুলকাঠি ইউনিয়নের সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক রাসেল মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।