ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
বরিশালে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

বরিশাল: বরিশালের মুলাদীতে মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন বলে ওসি তুষার কুমার মণ্ডল জানিয়েছেন।

ধর্ষিতা কিশোরী মুলাদী উপজেলার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

মামলার আসামি হলো পৌর এলাকার মুলাদী গ্রামের মো. কামাল মোল্লার ছেলে হাসান মোল্লা।

মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন, ছাত্রীকে বুধবার (২১ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মামলার বরাতে ওসি জানান, সোমবার দিনগত গভীর রাতে ঘরের জানালা ভেঙে ছাত্রীর কক্ষে ঢুকে হাসান। সে ভয়ভীতি দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর মা টের পেলে হাসান মোল্লা পালিয়ে যায়।

সকালে ছাত্রীর মা বাদী হয়ে একমাত্র হাসানকে আসামি করে মামলা করেছেন।

আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।