ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চালক হত্যা ও ইজিবাইক চোরদের গ্রেফতার-বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
চালক হত্যা ও ইজিবাইক চোরদের গ্রেফতার-বিচার দাবি

বরিশাল: ইজিবাইক চালক শমসের আলী হত্যাকাণ্ডের বিচার ও ইজিবাইক চুরির সিন্ডিকেটে জড়িতদের গ্রেফতার এবং বিচার দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ
কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলার আয়োজনে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিক ও বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি রুবেল হাওলাদার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, নিহত শমসের আলীর মেয়ে সাথী, স্ত্রী ইয়ানুর বেগম, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি শাহিন শরীফ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, এলাকাবাসী নাসির
উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ইজিবাইক চালক শমসের আলী হাওলাদার ১৮ ডিসেম্বর রাতে কাশিপুর এলাকায় গাড়ি চালাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত যাত্রী সেজে তার গাড়িতে উঠে তাকে বিষজাতীয় কিছু খাইয়ে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে একটি গ্যাসবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি নিহত হন।

নেতারা বলেন, ইজিবাইক চালক শমসের আলী হাওলাদার হত্যায় জড়িত কাভার্ডভ্যান চালক ও ইজিবাইক চুরিতে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের
আওতায় আনতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নেতারা আরও বলেন, এই চোররা দীর্ঘদিন ধরে বরিশালে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চুরি করে চলেছে এবং তারা প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এর ফলে চোরেরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে ও এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। বক্তারা ইজিবাইক চুরির সঙ্গে জড়িত চোরদের সিন্ডিকেট নিয়ে সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেফতার করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।