ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাপে কাটা রোগীদের কমিউনিটি ক্লিনিক-প্রতিষেধকের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
সাপে কাটা রোগীদের কমিউনিটি ক্লিনিক-প্রতিষেধকের সুপারিশ

ঢাকা: সাপে কাটা রোগীদের কমিউনিটি ক্লিনিক ও কুকুরে কামড়ানো রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধকের ব্যবস্থার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ বরা হয়।

কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য লুৎফুন নেসা খান, শাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে মূল্যায়ন উপস্থাপনা ও এর আলোকে মন্ত্রণালয়ের কার্যক্রম ও করণীয় এবং ডে-কেয়ার সেন্টারগুলোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে সাপে কাটা রোগীদের কমিউনিটি ক্লিনিক ও কুকুরে কামড়ানো রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধক দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

বৈঠকে ডে-কেয়ার সেন্টারগুলো নিয়মিত পরিদর্শন ও শিশু একাডেমির কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া সুবিধাজনক সময়ে ঢাকার কয়েকটি শিশু দিবাযত্ন কেন্দ্র কমিটির পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য এ বৈঠক থেকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধান, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।