ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

মানিকগঞ্জ:  মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের যাত্রাপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে আইয়ুব আলী (৪৮) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার যাত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী মানিকনগর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় একই এলাকার নুরুল হক গায়ানের ছেলে বজলু গায়ান আহত হয়েছেন।

হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের যাত্রাপুর ব্রিজের সামনে একটি খড়িবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। এতে দুই ব্যক্তি  আহত হলে তাদের এলাকাবাসী উদ্ধার করে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। সেখানে আইয়ুব আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উপজেলার যাত্রাপুর এলাকায় খড়িবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ দূর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা  জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।