ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে ভ্যান উল্টে কিশোর চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
কালিগঞ্জে ভ্যান উল্টে কিশোর চালকের মৃত্যু প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ব্যাটারি চালিত ভ্যান উল্টে এর চালক আইজুল ইসলামের (১৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বালিয়াডাঙা সড়কের হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইজুল ইসলাম কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী বাদশা হোসেন জানান, অভাবের কারণে কিশোর বয়সেই ভ্যান চালিয়ে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করত আইজুল। বুধবার কালিকাপুর থেকে ভ্যান চালিয়ে হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন আইজুল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আম গাছে ধাক্কা খেয়ে ভ্যানটি উল্টে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় আইজুল। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান ভ্যানচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।