ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পরিবারের সঙ্গে দেখা করানোর কথা বলে ডেকে ধর্ষণ, মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
পরিবারের সঙ্গে দেখা করানোর কথা বলে ডেকে ধর্ষণ, মামলা

বরগুনা: পরিবারের সঙ্গে দেখা করানোর কথা বলে ডেকে বাসার ছাদে নিয়ে এক তরুণীকে ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও ধারণের অভিযোগে দুই তরুণের নামে মামলা হয়েছে।  

বুধবার (২১ ডিসেম্বর) ভুক্তভোগী তরুণী (২১) বরগুনা সদর থানায় মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।

এ ঘটনায় বরগুনা পৌরসভার কলেজ রোড এলাকায় জাফর শেহজাদ উদ্দিনের ছেলে মো. ইমাজ উদ্দিন তাজ ও তার সহকর্মী মো. নাহিদ অপুকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।

এজাহারে বলা হয়, ওই তরুণী বরগুনা সরকারি কলেজে অধ্যায়নরত। তিনি কলেজ সংলগ্ন মেয়েদের একটি মেসে থেকে পড়াশোনা করছেন। ১ নম্বর আসামি সেন্ট্রাল ক্লিনিক সংলগ্ন জাফর হোসেনের ছেলে ইমাজ উদ্দীন তাজ দীর্ঘদিন ধরে ওই তরুণীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল।  

গত ১৯ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইমাজ উদ্দিন তাজ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করানোর কথা বলে ওই তরুণীকে  পৌর শহরের বরগুনা সরকারি কলেজ সংলগ্ন একটি বাসার ছাদে নিয়ে যায়। এসময় তাজের বন্ধু ২ নম্বর আসামি নাহিদ ছাদের দরজা বিপরীত দিক থেকে তালা লাগিয়ে চলে যায়। এরপর ইমাজ উদ্দীন তাজ ওই তরুণীকে ধর্ষণ করে ও গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে।

ঘটনার পর বিষয়টি ওর পরিবারের কাছে বলতে গেলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তাজের মা ছেলের সঙ্গে ওই তরুণীকে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘটনার পরপরই ছেলেকে ঢাকা পাঠিয়ে দেয়।  

তরুণী বলেন, দীর্ঘদিন ধরে তাজ আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজী না হওয়ায় কৌশল অবলম্বন করে পরিবারের সঙ্গে দেখা করানোর কথা বলে। আমি তার উৎপাত থেকে বাঁচতে রাজি হলে এ সুযোগে সে আমাকে ধর্ষণ করে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, ভুক্তভোগী তরুণী বরগুনা সদর থানায় একটি মামলা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।