ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ আটক ৬

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০।

বুধবার (২১ ডিসেম্বর) পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর শোয়েব জানান, দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় একটি অভিযান চালিয়ে ৩৭২ পুরিয়া হেরোইনসহ দুলাল (২৭), সোহেল মোল্লা (৩০), এম.এ.আরমান (৩৫) ও টুটুল (৩৯) নামে চারজনকে আটক করা হয়েছে।

অপর এক আভিযানে গোলামবাজার রোড এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ মনির হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়। এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকা থেকে ১৬৮ পিস ইয়াবাসহ জাহিদ (২০) নামে একজনকে আটক করা হয়।

আটকরা ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।