ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তালায় মেছোবাঘ উদ্ধারের পর ছেড়ে দেওয়া হলো বনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
তালায় মেছোবাঘ উদ্ধারের পর ছেড়ে দেওয়া হলো বনে

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির মেছোবাঘ উদ্ধার হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘটিকে স্থানীয় বনে অবমুক্ত করা হয়।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামের মোড়লপাড়া এলাকা থেকে মেছোবাঘটি উদ্ধার হয়। এর আগে মেছোবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তালা উপজেলা বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যরা মেছোবাঘটি উদ্ধার করেন।

তালা উপজেলা বন কর্মকর্তা ইউনুস আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যদের সঙ্গে নিয়ে মেছো বাঘটি দ্রুত উদ্ধার করা হয়েছে। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের নির্দেশনায় স্থানীয় বনে মেছোবাঘটিকে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াইল্ডলাইফ মিশনের সেলিম শেখ, জুলফিকার রায়হান , রাশেদ বিশ্বাস, ইউনুস আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।