ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন যারা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন যারা  (বাঁ থেকে) চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, ফারহানা নাজনীন ও এম ডি মফিজ উদ্দিন

খুলনা: খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তিনজন সদস্য।  

এর মধ্যে প্যানেল চেয়ারম্যান-১ পদে চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, প্যানেল চেয়ারম্যান-২ ফারহানা নাজনীন এবং প্যানেল চেয়ারম্যান-৩ এম ডি মফিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

 
বুধবার (২১ ডিসেম্বর) জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এ তথ্য জানান।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর খুলনা জেলা পরিষদের সাধারণ সভায় অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই তিন জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।