ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ৩ ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
রংপুরে ৩ ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

রংপুর: রংপুরের পীরগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার বিকেলে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ইটভাটায় মাটি সরবরাহ এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে পীরগঞ্জের তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বড়আলমপুর ইউনিয়নের হোসেনপুরে স্থাপিত আব্দুল ওয়াহেদ মিয়ার এএমডি ব্র্যান্ডের ভাটায় ১০ লাখ টাকা, মদনখালী ইউনিয়নের থিরারপাড়ায় স্থাপিত আলমগীর বাদশার এএলএন ব্র্যান্ডের ভাটায় ৪ লাখ টাকা এবং পীরগঞ্জ সদর ইউনিয়নের মকিমপুরে স্থাপিত আমজাদ হোসেনের এসএমএস ব্র্যান্ডের ভাটায় ৫ লাখ টাকাসহ মোট ১৯ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, কাগজপত্র বৈধ না করা পর্যন্ত এসব ইটভাটা বন্ধ থাকবে। অন্য ইটভাটাগুলোতেও এ অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।