ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ৩১ যানবাহনে জরিমানা, ৫৫ হাইড্রোলিক হর্ন জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
সিলেটে ৩১ যানবাহনে জরিমানা, ৫৫ হাইড্রোলিক হর্ন জব্দ

সিলেট: সিলেটে শব্দদূষণ বিরোধী অভিযানে ৩১ যানবাহনকে জরিমানা, ৫৫ হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
 
বুধবার (২১ ডিসেম্বর) দিনভর সিলেট-সুনামগঞ্জ সড়কের বাইপাস মোড়ে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ বিরোধী অভিযানে এ জরিমানা করা হয়।


 
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
 
সংশ্লিষ্টরা জানান, শব্দদূষণ রোধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬- এর বিধি ৮(২) লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)– এর ১৫(২) ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে।
 
অভিযানে অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর, পরিদর্শক মো. মামুনুর রশিদ, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।  এছাড়া অভিযানে সহায়তা করেন আনসার সদস্য ও বিআরটিসির সিলেটের প্রতিনিধিরা।
 
অভিযানিক দলের নেতৃত্বে থাকা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘সাধারণভাবে শব্দের মানমাত্রা ৪০ থেকে ৪৫ ডেসিবেল থাকার কথা। এর চেয়ে বেশি মাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি লোপ, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করে। আর হাইড্রোলিক হর্ন ১শ ডেসিবেলের বেশি মাত্রার শব্দ সৃষ্টি করে। শব্দদূষণের ক্ষেত্রে অনেকাংশে দায়ী হাইড্রোলিক হর্ন।
 
তিনি বলেন, ‘হাইড্রোলিক হর্নের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হলে এটা যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, সেটা সবাইকে বোঝাতে হবে। বিশেষ করে যানবাহনের মালিক ও চালকদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। অভিযানের পর পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে শব্দদূষণের ক্ষতি সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। ’
 
বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।