ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ফেস্টুন ছেঁড়ায় যুবক গ্রেফতার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
প্রধানমন্ত্রীর ফেস্টুন ছেঁড়ায় যুবক গ্রেফতার 

সিলেট: সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেস্টুন ছেঁড়ার ঘটনায় করা মামলায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সিলভাঙা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তার নাম আল আমিন। তিনি সিলভাঙা গ্রামের আরজু মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।  

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ফেস্টুন ছেঁড়ার ঘটনায় মামলায় আল আমিন নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে সওজের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার ভিডিও কনফারেন্সে নবনির্মিত সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে মহাসড়কের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগায় সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেট। বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া আইনত দণ্ডনীয় অপরাধ হলেও লাছুখাল নামক স্থানের দুটি সেতুতে থাকা সেই ফেস্টুনগুলো থেকে ছবি ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা।

এ ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের করেন সওজের এক কর্মকর্তা।

এদিকে প্রধানমন্ত্রীর ফেস্টুন ছেঁড়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।  

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে তিনি বলেন, মহাসড়কের উদ্বোধন উপলক্ষে টাঙানো ফেস্টুন কাটা বা ছেঁড়ার মতো ঘটনা যারা ঘটিয়েছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশ্রদ্ধা, অসম্মান করেছে। দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।