ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
রাজশাহীতে উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী শুরু

রাজশাহী: রাজশাহীতে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে চার দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য মেলার প্রদর্শনী শুরু হয়েছে।  

সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিনা রহমান শিশির, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী বিভাগের আহ্বায়ক লায়লা নাসরিন, রাজশাহী বিসিকের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী জেলার সভাপতি শারমিন আক্তার জুঁই।

রাজশাহীসহ বিভাগের আট জেলা থেকে আসা উদ্যোক্তরা তাদের হাতের তৈরি পণ্য নিয়ে মেলায় এসেছেন। মেলার ৬৮টি স্টলের মধ্য অধিকাংশই নারী উদ্যোক্তাদের। বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে চার দিনব্যাপী রাজশাহী বিভাগীয় সম্মেলন ও পণ্য প্রদর্শনী চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে মেলা উদ্বোধনকালে উদ্যোক্তরা আশা প্রকাশ করেন যে, এ মেলা যে উদ্দেশে ও স্বপ্ন নিয়ে আয়োজন করা হয়েছে তা পূরণ হবে। রাজশাহীর বিভিন্ন পণ্য দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়বে। ব্যবসায়িক সাফল্য আসবে।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এমন সব আয়োজনের মাধ্যমে আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই। কারণ এ উদ্যোক্তা তৈরির মাধ্যমেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিকশিত হবে। সরকারের ওপরও চাপ কমবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।