ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
খুলনায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) খুলনা নগরীর শেরে বাংলা রোডে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করায় বিউটি বিস্কুট বেকারিকে ২০ হাজার টাকা এবং করিমনগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় নাইম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন দোকানে তদারকি করা হয়।

অভিযানকালে সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের জন্য নিদের্শনা দেওয়া হয় এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।