ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলা: ভোলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মোরশেদ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোরশেদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন গ্রামের রুমি মিয়ার ছেলে।

ভোলা নৌ পুলিশের ইনচার্জ আবদুল করীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম লঞ্চঘাটে অভিযান চালায়। এ সময় লক্ষ্মীপুর থেকে আসা একটি লঞ্চ থেকে মোরশেদকে আটক করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি আরও বলেন, এ মাদক কারবারি দীর্ঘদিন ধরে ভোলায় মাদকের ব্যবসা পরিচালনা করছিল। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ নৌ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।