ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে মানিকছড়ির গচ্চাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

এ দিন গচ্চাবিলের শাহ নগর এলাকার কুলছুম বেগম (৩২) ও তার মেয়ে ইশরাত জাহান কলি (৮) বাড়ির পাশের জমি থেকে গরু আনতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে উভয়ের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ