ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে গার্ল গাইডের ঝাঁক অবকাশ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
কালিয়াকৈরে গার্ল গাইডের ঝাঁক অবকাশ অনুষ্ঠিত

গাজীপুর: ‘হাতে হাতে করি কাজ, গড়ে তুলি দেশকে আজ’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের নবম জাতীয় ঝাঁক অবকাশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৪ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প সাইটে এ ঝাঁক অবকাশের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব মামুন-আল-রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আল বেলাল, বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস ও ইয়াসমিন আহমেদ (প্রোগ্রাম) প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১০টি অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২ 
আরএস/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।