ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসেন (৪০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাশিমপুর কবরস্থান সংলগ্ন চাবাড়ি রেস্টুরেন্টের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ওই উপজেলা সদর সমসাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে।  

এসআই মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কাশিমপুর কবরস্থান সংলগ্ন চা বাড়ি রেস্টুরেন্টের সামনে দিয়ে মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছিলেন নাজমুল। এ সময় নবাবগঞ্জের দিক থেকে আসা লাল রংয়ের একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে মাঝিরকান্দার দিকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে এলাকাবাসী নাজমুলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া পরামর্শ দেন। পরে ঢাকায় আনার পথে দিনগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।