ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
শিবালয়ে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ২

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে আলমাস হোসেন (৩০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের অপর দুই আরোহী।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাটুরিয়া সড়কের কাশাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আলমাস শিবালয় উপজেলার তেওতা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি স্থানীয় একটি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে কাজ করতেন।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, বিকেলের দিকে পাটুরিয়া থেকে মোটরসাইকেলে করে উপজেলার তেওতা আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাশাদাহ ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আলমাসের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত সোহেল ও বাচ্চুকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।