ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৭ শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
৭ শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ: ৭টি দেশীয় ওয়ান শুটার গানসহ পাবনায় অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় মো. কিরণ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে জেলা সদরের চক পৈলানপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক কিরন ওই গ্রামের মো. একরামুল হক সিদ্দীকীর ছেলে।

এদিন বিকেলে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মো. কিরণ নামে ওই অস্ত্র ব্যবসায়ীর নির্মাণাধীন পাকাবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৭টি ওয়ান শুটার গান ও অবৈধ অস্ত্রর তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা ডিসেম্বর ২৭, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।