ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: ট্রাকে করে পাচারের সময় সিরাজগঞ্জের মহাসড়ক থেকে ৩০ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।  

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানাধীন রামার চর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

 

আটকরা হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাখাল বকলবাগী গ্রামের মৃত আবুল কালামের ছেলে শুকুর (৩৫) ও একই থানার দিকচাল গ্রামের আবু তাহেরের ছেলে রাব্বী হোসেন (২৬)।  

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামারচর নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে ওই ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ দুই বিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।