ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে খাটের ‘চিপায়’ পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
মহাদেবপুরে খাটের ‘চিপায়’ পড়ে শিশুর মৃত্যু

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে খাটের ‘চিপায়’ (খাট ও দেয়ালের মাঝে ফাঁকা জায়গায়) পড়ে আরাফাত হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আরাফাত হোসেন উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামের আবু বক্করের ছেলে।

শিশুটির দাদা দিলবর রহমান জানান, বিকেলে শিশু আরাফাত খাটে ঘুমাচ্ছিল। কোনো এক সময় সে খাটের চিপায় পড়ে যায়। এরপর বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে খাটের চিপা থেকে তার মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।