ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে দুমাস আগে নির্বাচিত চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
মিরপুরে দুমাস আগে নির্বাচিত চেয়ারম্যানের মৃত্যু

সুনামগঞ্জ: দুই মাস আগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। তিনি মারা গেছেন (ইন্না....রাজিউন)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১টার দিকে ঢাকায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হন আকমল হোসেন। এতে তার মৃত্যু হয়।

চলতি বছর ২ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আকমল। শ্রীরামসি গ্রামের এ সন্তান দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন।

আকমল হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন আকমল হোসেন।

আকমল হোসেনের ছেলে-মেয়েরা লন্ডনে থাকেন। তারা দেশে ফেরার পর আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তার জানাজা ও দাফন সম্পন্ন হবে। এদিন সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহরের নায়েরপুল জামে মসজিদে আকমলের প্রথম জানাজা, দুপুর আড়াইটায় জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুল মাঠে তার দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।