ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চাচীর সঙ্গে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে ইয়াসফি (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসফি চান্দি গ্রামের জসীম উদ্দিনের মেয়ে ও আখাউড়ার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, মঙ্গলবার ইয়াসফি তার চাচীর সঙ্গে আখাউড়া উপজেলার রানীখার গ্রামে ফুফুর বাড়িতে দাওয়াতে যায়। বিকেলে জমির আইল দিয়ে পায়ে হেটে বাড়ি ফেরার পথে সে পিছলে পড়ে যায়। এ সময় জমিতে সেচ দিতে থাকা একটি পাম্পে তার ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।