ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে শর্ট সার্কিটের আগুনে পুড়ল চার বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
ময়মনসিংহে শর্ট সার্কিটের আগুনে পুড়ল চার বসতঘর

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে লাগা আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের মহাবিদ্যালয় পূর্বপাশের মনিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মুক্তাগাছা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শুশান্ত কুমার দে মন্ডল এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পৌর শহরের মহাবিদ্যালয় পূর্বপাশে মনিরামপুর এলাকার বসতবাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমরা তাৎক্ষণিক খবর পাওয়ায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।