ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের অপেক্ষায় রোকেয়া স্মরণির মার্কেটের কর্মচারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
মেট্রোরেলের অপেক্ষায় রোকেয়া স্মরণির মার্কেটের কর্মচারীরা ছবি: জিএম মুজিবুর

ঢাকা: মেট্রোরেল দেখার জন্য অপেক্ষা করছেন রোকেয়া স্মরণির দু’ধারের দোকান-মার্কেটের মালিক-কর্মচারীরা। জনারণ্য রোকেয়া স্মরণিতে বিরাজ করছে অন্যরকম এক নিরবতা।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই এমন অবস্থা বিরাজ করছে সেখানে।

দোকান বন্ধের পরও শাহআলী মার্কেটের কর্মচারী আলি রেজা মার্কেটে এসেছেন। অবস্থান করছেন দোকানের বাইরে। উদ্বোধনের দিনই মেট্রোরেল দেখতে চান। সেজন্য মার্কেটের সিঁড়িতে বসে আছেন।

এ রকম অনেকে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করা মেট্রোরেলের কোচটি দেখতে। এরমধ্যে দিয়ে শেষ হবে দীর্ঘ অপেক্ষার। নিজেও উঠবে এ কোচে, এটা আর স্বপ্ন নয়, কিছু সময়ের অপেক্ষা মাত্র।

মেট্রোরেল উদ্বোধনের জন্য সকাল ১০টায় ৫২ মিনিটে মিরপুর-১০ ক্রস করে প্রধানমন্ত্রী উত্তরার দিকে যান। তখনই অনেকে আবেগে চিৎকার করে ওঠেন। পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখতে হিমসিম খাচ্ছেন। পুলিশ, নিরাপত্তা কর্মীদের মধ্যেও এক ধরনের আনন্দ কাজ করছে।

মিরপুর-১০ এর পাশে আমতলার ইমনের অপেক্ষা আরও আবেগের। ইমন মার্কেটে নাইটগার্ডের চাকরি করেন। রাতে তিনি ডিউটি করেছেন, সকালে এসে মার্কেটের সিঁড়িত বসে আছেন। দেখতে চান, কখন প্রধানমন্ত্রীকে বহন করা মেট্রোরেলটি তার সামনে দিয়ে যাবে।

এ সময় যানবাহন চলাচল করলেও সড়কে যেন জটলা সৃষ্টি না হয় সেজন্য কড়া তদারকি করছে পুলিশ। কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ থাকে। প্রধানমন্ত্রীর গাড়ি বহর রোকেয়া স্মরণি অতিক্রম করার পর গাড়ি চলাচল আবারও স্বাভাবিক হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
জেডএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।