ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় টমটমের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
পাথরঘাটায় টমটমের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় টমটমের (ইঞ্জিন ভ্যান) ধাক্কায় খাদিজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইচটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত খাদিজা বেগম একই এলাকার হানিফ গাজীর স্ত্রী।

বৃদ্ধার ছেলে মামুন জানান, বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর মল্লিক বাড়ির সামনে পাকা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন মা। মুহূর্তেই ইট বহনকারী একটি টমটম পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা টমটমটি আটক করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে টমটমটি আটক করা হয়। তবে চালক বা অন্য কাউকে পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।