ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক তিন কারবারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
বরিশালে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক তিন কারবারি

বরিশাল: বরিশালে পৃথক অভিযানে ১৩ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোষ্টগার্ড ও পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে তাদের পক্ষ থেকে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বরিশাল স্টেশানের কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি মানামি লঞ্চে তল্লাশি করে দুটি ব্যাগ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মো. মানিক মিয়াকে (২১) আটক করা হয়।

আটক মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বগাবাড়ি গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে জব্দ গাঁজা এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল।

এদিকে অপর এক অভিযানে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের জিরোপয়েন্টে অভিযান চালায় পুলিশ।

এসময় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি রাব্বি কাজী (২১) ও সিহাব সিকদারকে (২৪) আটক করা হয়। আটকদের মধ্যে সিহাব সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গাগুরিয়া এলাকার ও রাব্বি কাজী বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ড কলাপট্টি এলাকার বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।