ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১ হাসপাতালে স্বজনদের আহাজারি

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের গোলাগুলিতে মামুন আলী (২১) নামে যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও দুইজন আহত হয়েছেন।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী পৌর এলাকার কাঁচারীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মামুন ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী মহল্লার মানিক আলীর ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর এলাকার কাঁচারীপাড়া মসজিদ মোড়ে লেগুনার সঙ্গে নসিমনের ধাক্কা লাগে। এ নিয়ে দুই গাড়ির চালকের কথা কাটাকাটিও হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি সুরাহাও করে দুইজনই চলে যায়। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে একটি গ্রুপ এসে অপরগ্রুপের
সমাধানকারীদের ওপর হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলি চালায়। দুই গ্রুপের হামলায় একজন গুলিবিদ্ধ হয়। এতে দুইজন মারাত্মক আহত হয়। স্থানীয়
লোকজন একজনকে আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে
পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে। দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।