ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত  ছবি: প্রতীকী

যশোর: যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুর গাছা গ্রামের বুলু মিয়া (৪০) ও চৌগাছার সৈয়দপুর কোদালিপুর এলাকার হয়রত আলী (৩৫)। হয়রত আলী পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ও বুলু মিয়া ব্যবসায়ী।
 
পুলিশ জানিয়েছে, যশোর শহর থেকে কাজ শেষ করে বুলু মিয়া ও হয়রত আলী মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে যশোর ক্যান্টমেন্ট শানতলা পেপসি কোম্পানি নামক স্থানে তারা দুর্ঘটনার শিকার হয়। তবে কোন গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে সেটি পুলিশ জানাতে পারেনি। এলাকাবাসী সড়কের পাশে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুজনকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

এ বিষয়ে যশোরের কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, কীসের সঙ্গে সংঘর্ষে ওই দুই মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
 ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।