ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় নারী নিহত, চালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
ট্রাকচাপায় নারী নিহত, চালক আটক

বরিশাল: বরিশাল নগরে বালুবোঝাই ট্রাকের চাপায় মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরের উত্তর আমানতগঞ্জ এলাকার সিকদারপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মনোয়ারা ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।

নিহত মনোয়ারার স্বামী জাকির হোসেন জানান, তাদের বাড়ির পাশেই বালু ভরাটের কাজ চলছে। এজন্য ট্রাকে করে বালু আনা হচ্ছে। মনোয়ারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত মনোয়ারার স্বজনদের অভিযোগ মুমূর্ষু অবস্থায় মনোয়ারাকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে নেওয়া হলে রোগীকে দ্রুত ট্রলিতে ওঠাতে অপারগতা জানানো হয়। এ নিয়ে প্রতিবাদ জানালে মনোয়ারাকে দীর্ঘ সময় হাসপাতালের জরুরি বিভাগে ফেলে রেখে অন্য রোগীকে ট্রলিতে আনা নেওয়া করেছিলেন ট্রলিম্যানরা। এভাবে কালক্ষেপণ করায় চিকিৎসা শুরুর আগেই মনোয়ারার মৃত্যু হয়।

প্রতক্ষদর্শীরা জানান, হাসপাতালের জরুরি বিভাগে ট্রলিম্যানদের নির্দিষ্ট টাকা না দিলে কোনো রোগীই বহন করতে চায় না তারা। আজ ট্রলিম্যানরা মৃত ওই নারীর স্বজনদের সঙ্গেও অশোভন আচরণ করেছেন, পরে রোগীর মৃত্যু হলে স্বজনরা ক্ষুব্দ হন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মনোয়ারাকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। এখানে আনার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগীর চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন হাসপাতালের প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা।

অপরদিকে ট্রাকসহ চালক নিসাত রায়হান হিরাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বাংলানিউজকে জানান, ময়নাতদন্তদের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠোনো হয়েছে।  

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ মামলায় ট্রাকচালককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়া‌রি ১২, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।