ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
যশোরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত ছবি: প্রতীকী

যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় শিরিনা আক্তার কনা (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কনা যশোরের মনিরামপুর উপজেলার তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী।  

এর আগে বেলা ১১টার দিকে উপজেলার মুড়াগাছা বাজারে ইটের ভাটার একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শিরিনা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু রায়ইহান মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই ঘটনায় আহত তার স্বামী রুহুল ওই হাসপাতালে চিকিৎসাধীন।  

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। স্বামীকে চিকিৎসা দেওয়া গেলেও গর্ভবতীর কারণে স্ত্রীর চিকিৎসা কোনো কাজে আসেনি। অতিরিক্ত রক্তক্ষরণে গর্ভের সন্তানসহ তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।