ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌষের শেষ বিকেলে মুকুলের সোনালি আভা

ইসমাইল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
পৌষের শেষ বিকেলে মুকুলের সোনালি আভা

ঢাকা: ষড় ঋতুর দেশ বাংলাদেশ। সবুজ-শ্যামল বাংলায় প্রকৃতির রূপ যেন অপরূপ।

এদেশে প্রতিটি ঋতুরই আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। ঋতুভেদে পত্র-পল্লবে, ফুলে-ফলে ভরে ওঠে গাছ-গাছালি। ফুল আর ফলের গন্ধে মন ভরে সবার।

ঋতুচক্রে পৌষ ও মাঘ মাস মিলে শীতকাল। সাধারণত শীতের শেষে ফাগুনের দিনে আম গাছে আসে স্বর্ণালি মুকুল। আম গাছের সেই মুকুল ছড়ায় সোনালি আভা।

শীতের শেষ হতে হতে মুকুলে ভরে যায় আম গাছ। কিন্তু সময় এখন শীতকালের মাঝামাঝি। একটি-দুটি গাছে দেখা যাচ্ছে আমের মুকুল।



পৌষের শেষ দিন শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর অদূরে শীতলক্ষ্যা নদীর পাড়ের একটি পার্কের গাছে আমের মুকুল দেখা গেছে। পড়ন্ত বিকেলে স্বর্ণালি সন্ধ্যার আগে সেই মুকুল যেন নতুন একটি ঋতুর আগমন বার্তা জানিয়ে দিচ্ছে।

মাঘের শুরুতে গাছে গাছে আমের মুকুল আসা শুরু হলেও ফাগুনের দিনে ভরে যাবে পুরো গাছ। আমের মুকুলের ঘ্রাণে তাতে বসবে মৌমাছি। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পড়বে আম পাড়ার ধুম।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।