ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটাই হাতে প্রতিমন্ত্রী, ওড়ালেন সাকরাইনের ঘুড়ি 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
নাটাই হাতে প্রতিমন্ত্রী, ওড়ালেন সাকরাইনের ঘুড়ি  ঘুড়ি ওড়াচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ঢাকা: পুরান ঢাকার শত বছরের ঐহিত্য সাকরাইন বা ঘুড়ি উৎসব। প্রতিবছর ১৪ ও ১৫ জানুয়ারি পুরান ঢাকায় জমে উঠে এই উৎসব।

হাতে নাটাই আর ঘুড়ি নিয়ে বাড়ি ছাদে কিংবা খোলা মাঠে জড়ো হন ছেলে-বুড়ো সবাই। আকাশে নানান রঙের ও আকৃতির ঘুড়ি উড়িয়ে উদযাপন করা হয় এই উৎসব।   

উৎসবের প্রথম দিন শনিবার (১৪ জানুয়ারি) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিকেলে পুরান ঢাকার মালিটোলায় সাকরাইন (ঘুড়ি উৎসব) ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।  

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘সাকরাইন উৎসব পুরান ঢাকার একটি ঐতিহ‍্যবাহী প্রাচীন উৎসব। এ ধরনের উৎসব ঢাকাবাসীকে আরও বেশি ঐতিহ‍্যের বন্ধনে আবদ্ধ করে রাখবে। ’

মালিটোলা সেবা সমাজকল‍্যাণ সংঘের আয়োজনে এ সময় অন‍্যদের মধ‍্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সাকরাইন উৎসবকে কেন্দ্র করে একদিন আগে থেকে পুরান ঢাকার বিভিন্ন বাসার ছাদে আলোকসজ্জা, লাইটিং, মিউজিকের আয়োজন করা হয়েছে।

একই সঙ্গে ফানুস ও আতশবাজিতে রঙিন হয়ে উঠে সন্ধ্যার আকাশ।  

উৎসবকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগে থেকেই নানান রং ও আকারের পাশাপাশি বিভিন্ন নামে ঘুড়ি বিক্রির ধুম পড়ে পুরান ঢাকার অলিগলির দোকানগুলোতে।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।