ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে এসপি শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে এসপি শাহজাহান

ফরিদপুর: জেঁকে বসেছে শীত। দিনে সূর্যের আলোয় শীত কিছুটা কম অনুভূত হলেও রাতে হাড় কাঁপানো হিম করা শীত জেঁকে বসে।

আর এ সময় ছিন্নমূল ও অসহায় মানুষদের ভোগান্তি চরমে ওঠে।  

আর সেসব কথা মাথায় রেখে তীব্র শীতে রাতের আঁধারে পথে-ঘাটে, খোলা আকাশের নীচে ঘুমিয়ে থাকা অসহায় ও ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, পিপিএম-সেবা।

শনিবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে যান এ পুলিশ সুপার।  

এ সময় তার সঙ্গী হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ পুলিশের একটি টিম।

রাতে জেলা শহরের শীঅঙ্গন, কিষাণের হাট, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকার ৩০০ জন শীতার্ত ছিন্নমূলদের গায়ে নিজ হাতে জড়িয়ে দেন শীতবস্ত্র কম্বল।  
এ সময় আবেগে আপ্লুত হয়ে একজন শীতার্ত ছিন্নমূল বলেন, ‘এভাবে এতো রাইতে (রাতে) একজন পুলিশের এসপি ও অন্য স্যার আমাগো পাশে দাঁড়িয়েছেন। আমরা খুশি অয়ছি (হয়েছি)। এখন শীত কম লাগুম। আল্লাহ যেন তাগো ভালো করেন, অনেক বড় করেন। ’

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, চাকরির পাশাপাশি সমাজের দায়িত্বশীলতার অংশ হিসেবে সমাজের জন্য আমাদের কিছু করার রয়েছে। তাইতো, এ তীব্র শীতে আমাদের এ সমাজের ছিন্নমূল, অসহায়, দুস্থ শীতার্তদের কথা মাথায় রেখে এসপি স্যার এ উদ্যোগ নিয়েছেন। পাশে দাঁড়িয়েছেন তাদের।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।