ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিপুর সীমান্তে হুন্ডির ৫০ লাখ টাকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
মুন্সিপুর সীমান্তে হুন্ডির ৫০ লাখ টাকা জব্দ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে হুন্ডির মাধ্যমে পাচার করা প্রায় ৫০ লাখ টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ওই সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে টাকাগুলো জব্দ করা হয়।



মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গাস্থ ৬ ব্যাটালিয়ন (বিজিবির) পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, সোমবার রাতে মুন্সিপুর বিওপির টহল দল রাত্রিকালীন নিয়মিত সশস্ত্র টহল পরিচালনা করে। সশস্ত্র টহল দলটি চোরাচালান আটকের জন্য সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলার থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এমপির ঘাট নামক স্থানে অবস্থান নেয় ।  এ সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি প্লাস্টিকের দুটি বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। বিজিবি টহল দল দুটি ভাগে বিভক্ত হয়ে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে ভারতে অভ্যন্তরে পালিয়ে যায়। কুয়াশাচ্ছন্ন পরিবেশ হওয়ায় তাদের আটক করা যায়নি। পরে প্লাস্টিকের দুটি বস্তা থেকে বাংলাদেশি ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।  

তিনি আরও জানান, এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের ও টাকাগুলো ট্রেজারিতে জমা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।