ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল উদ্বোধন

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
মাগুরায় ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল উদ্বোধন

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় টুপিপাড়া গ্রামে দেড় কোটি টাকা ব্যয়ে ৩৩শতাংশ জমিতে ১০ শয্যা বিশিষ্ট শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে টুপিপাড়া গ্রামে এ হাসপাতালের উদ্বোধন করা হয়।

এ হাসপাতালে এক জন ডাক্তার দুই জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম দিকে রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে হাসপাতালটি চালু হলেও পরে নিজস্ব অর্থায়নে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।

জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন, চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহ্হাব।  

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, নূও উর রহমান, জেলা প্রশাসক আবু নাসের বেগ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম।

পরে ঢাকার হলি ফ্যামেলীর হাসপাতালের ডাক্তাদের সহযোগীতায় অনুষ্ঠিত হয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধে শ্রীমতি ইন্দিরা গান্ধীর গুরুত্বর্পূণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশকে শত্রু মুক্ত করতে তিনি ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে সহযোগীতা করেছিলেন যে কারণে তার নামে গড়ে তোলা হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি ইন্দিরা গান্ধী মা ও শিশু হাসপাতাল। এখানে গর্ভবতি মায়েরা চিকিৎসা সেবা পাবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।