ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
কলারোয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেনের সাতক্ষীরা সদর উপজেলার রাজারবাগান এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে অভিমুখে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তেল নেওয়ার জন্য ডান দিকের পেট্রোল পাম্পে মোড় নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন মারা যান।

এ ঘটনায় আহত সামিউল হোসেনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।