ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে কাঠবাহী ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
রাঙামাটিতে কাঠবাহী ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

রাঙামাটি: রাঙামাটিতে কাঠ পরিবহন করা একটি ট্রাককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে সন্ত্রাসীরা।  

বুধবার (২৫ জানুয়ারি) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি থেকে কাঠ পরিবহন করা একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে দেপ্পোছড়ি এলাকার রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে একদল সন্ত্রাসী ট্রাকটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ট্রাকটির আংশিক কিছু ক্ষতি হলেও চালক এবং কাঠ পরিবহনের একজন নিজস্ব লোক অক্ষত রয়েছেন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  

ঘটনাস্থলটি প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ মূল দলের এলাকা বলে জনশ্রুতি রয়েছে।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. মাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।