ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে প্রতিবন্ধী তরুণকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
মাদারীপুরে প্রতিবন্ধী তরুণকে কুপিয়ে জখম

মাদারীপুর: মাদারীপুরে বাক্ প্রতিবন্ধী এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে জেলা শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় রাতেই তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরুণের নাম শাহ জালাল বেপারী। জালাল ওই এলাকার নুরু বেপারীর ছেলে।

জানা গেছে, শহরের সবুজবাগ এলাকায় সরস্বতী পুজা দেখতে আসেন শাহ জালাল। এ সময় পূজার অনুষ্ঠানে ঘুরতে থাকেন তিনি। হঠাৎ পেছন থেকে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই বাকপ্রতিবন্ধী তরুণকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, শাহ জালালের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলা সদর হাসপাতালে তার জন্য পর্যাপ্ত চিকিৎসা না থাকায় ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রতিবন্ধী তরুণের ওপর হামলার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।