ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে শীতকালীন পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
রাজবাড়ীতে শীতকালীন পিঠা উৎসব

রাজবাড়ী: ‘হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’ -এ স্লোগানে রাজবাড়ীতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আয়নাল মোল্লাপাড়া এলাকায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের আয়োজন করে।

অনুষ্ঠানের আলোচনা সভায় রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বেপারী, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মতিয়ার রহমান, খলিল গায়েন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা গায়েন জুয়েল রানা।

আলোচনা সভা সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম আমজাদ।  

অনুষ্ঠানে শীতকালীন পিঠা উৎসবে সবাই মিলে সুজি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠাসহ হরেক রকমের শীতের পিঠা আনন্দ করে উপভোগ করেন।

পরে পিঠা উৎসবে পিঠা প্রতিযোগিতা, ইংরেজি বলা প্রতিযোগিতা, বল বদল প্রতিযোগিতা, হাড়ি ভাঙা প্রতিযোগিতা, কবিতা আবৃতি, গজল প্রতিযোগিতা, গান প্রতিযোগিতা, নৃত্য, যেমন খুশি তেমন সাজ ও কৌতুকের প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।