ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মাগুরা: মাগুরা সদর উপজেলার মালিকগ্রাম এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামীম শেখ। তিনি মহম্মদপুর উপজেলার পরমেশ্বরপুর গ্রামের কিবরুল শেখের ছেলে। আহতরা হলো স্থানীয় মাদরাসাছাত্র সজীব (১৩) ও রাকিব (১২)। তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শামীম শেখসহ দুইজন মোটরসাইকেলযোগে মাগুরা আসছিলেন। পথে মাগুরা-নড়াইল সড়কের মালিকগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দুই মাদরাসাছাত্রকে বহনকারী একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক শামীম শেখ ও বাইসাইকেল আরোহী স্থানীয় নারায়নপুর মাদরাসার দুই ছাত্র গুরুতর আহত হন। আহত তিনজনকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস মোটরসাইকেল চালক শামীম শেখকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুই মাদরাসাছাত্রকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।