ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
মহাখালীতে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর মহাখালী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. জয়নাল আবেদীন, আব্দুল মাবুদ ও মো. সাইদুল ইসলাম।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, শনিবার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর মহাখালী এলাকার বাংলাদেশ কলেজ অব ফিজিশয়ানস অ্যান্ড সার্জনস (বিপিসিএস) প্রবেশ গেটের সামনের সড়কে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এ সব ইয়াবা সংগ্রহ করে রাজধানীর মহাখালী, তেজগাঁও বনানীসহ আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলো।  

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।