ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনা অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বরগুনা অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনা: বরগুনা বাজার সড়কে পৌর সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

রোববার (২৯ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বরগুনা পৌর শহরের এরশাদ মার্কেট সারামণি টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্স দোকান এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১১টার দিকে বরগুনা পৌর শহরের এরশাদ মার্কেটে একটি মোবাইল ফোনের দোকানে আগুন লাগে। এর ২০-২৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ।

দোকান মালিক ইব্রাহিম খলিল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে।  

স্থানীয় ওয়ার্ড কমিশনার ও বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রাইসুল আলম রিপন বলেন, জেলা প্রশাসক ও এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন মোবাইল ফোন ব্যবসায়ীকে সাহায্য করার।  

ফায়ার সার্ভিস বরগুনার উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, খবর পেয়ে বরগুনার একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে। আগুনের উৎস খুঁজে বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস। একটি মোবাইল ফোনের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে প্রায় ২০ লাখ টাকার মোবাইল ফোন নষ্ট হয়ে যায়।  

বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার নিরাপত্তা রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।