ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুর থেকে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
গাজীপুর থেকে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ১

বরিশাল: গাজীপুর থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারীকে বরিশাল নগর থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

আটক অপহরণকারী হলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার মদনপুর এলাকার কাসেম আলীর ছেলে হযরত আলী আপন (২৩)।

রোববার (৩০ জানুয়ারি) রাতে র‌্যাব-৮ বরিশাল ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুরের পূবাইলের তালুটিয়ার বায়তুল মামুন জামে মসজিদের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত ২৪ জানুয়ারি পূর্বাইল থানায় অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন কিশোরীর বাবা। পূর্বাইল থানা অপহরণকারীকে আটক করতে র‌্যাব-৮ এ সুপারিশ পাঠায়। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বরিশাল নগরের ভাটিখানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারীকে আটক করা হয়। আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়া‌রি ৩০, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।