ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদ মোল্লা (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি গাছে ডাল কাটতে ওঠেন শহীদ মোল্লা। এ সময় গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত শহীদ মোল্লা বাকেরগঞ্জের গাড়ুরিয়া ইউনিয়নের মেউর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।